• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৬ এএম
হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়
রাঙ্গামাটিতে বইমেলা

নিউজ ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় দু’দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ আব্দুল আলী মঞ্চে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম (সার্বিক) প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২১টি স্টল রয়েছে। বই মেলার পাশাপাশি একই স্থানে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা, জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে, সোমবার বিকালে মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা শহরে  দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শণ করা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image