• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাংবাদিক আইনজীবীসহ ৯২ মার্কিন নাগরিককে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৮ এএম
সাংবাদিক আইনজীবীসহ
৯২ মার্কিন নাগরিককে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের মস্কোবিরোধী অভিযোগে সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও সামরিক শিল্প সংস্থার প্রধানসহ ৯২ মার্কিন নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে বুধবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
 
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তথাকথিত স্বাধীনতা ও মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই।’
 
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায়পড়া ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নাল, ৫ জন নিউইয়র্ক টাইমস এবং ৪ জন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক আছেন।

রাশিয়ায় ১৬ মাস কারাবাস শেষে চলতি মাসে ছাড়া পেয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের জ্যেষ্ঠ সাংবাদিক ইভান গেরশোভিচ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকাকে ‘হাস্যকর’ উল্লেখ করে এক বিবৃতিতে গেরশোভিচ বলেন, ‘ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতাবিরোধী। বছরের পর বছর ধরে তারা সত্য প্রকাশকারীদের ওপর হামলা চালিয়ে আসছে। এ পদক্ষেপটিও সেই হামলারই অংশ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ তালিকা হাস্যকর এবং আমরা এতে অবাক হইনি।’
 
তালিকায় বেশকিছু রাষ্ট্রীয় প্রসিকিউটর, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও রয়েছেন।

নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image