• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্দোলন বিরোধিতাকারীরাই অগ্নিসংযোগ ও লুটপাট করছে: মির্জা ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৪ পিএম
আন্দোলন বিরোধিতাকারীরাই অগ্নিসংযোগ ও লুটপাট করছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরপরই দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় আন্দোলনে বিরোধিতাকারীরাই জড়িত বলে তিনি জানান। সেইসঙ্গে যারা এসব সহিংসতা করছে, এখনই তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের (সাংবাদিক) কাছে বিষয়টি খুব জোর দিয়ে অনুরোধ রাখতে চাই এই বার্তাটি সবার কাছে পোঁছে দেন। যারা এখনও সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ করছেন তারা অবিলম্বে বন্ধ করুন। এখন রাগ, ক্ষোভ, প্রতিহিংসাপরায়ণ হওয়ার সুযোগ নেই। আমাদের দলের নেতা-কর্মীদের বলব এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সহিংসতাকারীদের প্রতিরোধ করুন।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা স্মরণ করছি। এই আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলেন এবং আছেন তাদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে মনে করি আমাদের ওপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়েছে। বিশেষ করে দেশের যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে তা গণতান্ত্রিকভাবে গড়ে তোলা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image