নিউজ ডেস্ক: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় মেননকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: