• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দুর্বৃত্তদের আগুনে ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:২৩ পিএম
দুর্বৃত্তদের আগুনে
ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই

জামালপুর প্রতিনিধি :  জামালপুরের ইসলামপুরের বেলগাছা  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে গিয়েছে। সোমবার  (১২আগস্ট ) গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর  চেষ্টা করলেও  দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

চেয়ারম্যান আঃ মালেক বলেন,  পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা  আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলক ভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস  স্টেশন কর্মকর্তা  মোঃ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান-বেলগাছা  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image