• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বৈশাখের তাপদাহে অসহায় ঠাকুরগাঁওয়ের জনজীবন  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
ঠাকুরগাঁওয়ের
বৈশাখের তাপদাহে অসহায় জনজীবন  

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বৈশাখের তীব্র দহনে অতিষ্ঠ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। একটু শীতলতার খোঁজে ছুটে ফিরছে মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরা।সেই সাথে অসহায় হয়ে পরেছে প্রাণীকুল।আম কাঠাল-পাঁকা গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপদাহ আর অসহনীয় গরমে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। অনেকেই স্বস্থির আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।

সকলেই যেন তীব্র গরমের যন্ত্রনায় ছটফট করছে। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। দিনে মাথার উপর সূর্যের প্রখর রোদের তাপ আর রাতের বেলায় ঘরের ভেতর গরম বাতাসের ভ্যাপসা গরম। হিমেল বাতাশ মিলছে না কোথাও দিনে বা রাতে।

তীব্র এ গরমে সাধারণ মানুষ বের না হওয়ায় আয় কমেছে খেটে খাওয়া মানুষদের। স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।

রিক্সাওয়ালা সফিকুল ইসলাম বলেন, রোদের তেজ অনেক বেশি। একটু রোদে গাড়ি চালালেই শরীর জ্বলতে শুরু করে। তার উপরে রোজা রেখেছি। পানির তৃষ্ণা পাচ্ছে কিন্তু কিছু করার নেই। অপরদিকে রোদের তাপে লোকজন বাসা থেকে বের হচ্ছে না। ফলে রিক্সা ভাড়াও তেমন পাচ্ছি না। আবার জিনিসের দাম বেশি। সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ আমাদের।

পথচারী সুলতানা বেগম বলেন, প্রচন্ড গরম হওয়ায় বাইরে বের হওয়ায় অনেক কষ্ট হয়। জরুরি প্রয়োজনের কারণেই বাইরে বের হওয়া। এ সময়ে বৃষ্টি হলে অনেক ভালো হত।

আরেক রিক্সা চালক তহিদুল ইসলাম জানান, রোদের কারণে মানুষ আর বেশি বাইরে বের হয় না। সে কারণে আমাদের আয় হচ্ছে না। আগে দিনে ৬০০-৭০০ টাকা আয় হত। এখন ২৫০-৩৫০ টাকার মত হয়। আমাদের রিক্সা জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, বেশ কয়েকদিন থেকে তীব্র রোদের দাপট আমরা লক্ষ করছি। এতে বিশেষ করে শিশুরা বেশিরভাগ নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়াও বয়স্ক মানুষেরা গরমের কারনে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। রোদের তীব্রতার কারণে আমরা বেশি করে খাবার সেলাই পানি খাওয়ার পরামর্শ দিচ্ছি।

পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সচরাচর এ  মাসে আকাশে মেঘ থাকে না। সে কারণে তীব্র গরম অনুভূত হয়। এটি আরো বেশ কয়েকদিন থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image