• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজীপুরে দ্রুতগামী সিএনজির ধাক্কায় বাস চালকের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৩২ পিএম
গাজীপুরে, দ্রুতগামী, সিএনজির, ধাক্কায়, বাস চালকের, মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের চৌরাস্তায় দ্রুতগামী সিএনজির ধাক্কায় মোঃ নাজমুল হোসেন (৪০) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজমুল হোসেনকে উদ্ধার করে ঢাকার শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শাহ্ আলম জানান, নাজমুল হোসেন পেশায় একজন বাস চালক ছিলেন। সকালে বাসের যাত্রী নামিয়ে বাস বন্ধ করে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে গাজীপুর চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

নাজমুল হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার লাটিমসার গ্রামে। তিনি বর্তমানে ঢাকার গোলাপবাগ এলাকার ২৮/৩ নম্বর বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নাজমুল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image