
নিউজ ডেস্ক: চলমান লকডাউনের কারণে দেশের গণ পরিবহন ব্যবস্থা বন্ধ থাকলেও আগামীকাল ৬ আগস্ট শুক্রবার থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বাংলাদেশ বিমানসহ দেশের দুটি প্রাইভেট বিমান কোম্পানির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ বিমান জানায়, শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রামে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। শনিবার থেকে দিনে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, সিলেটে ২টি, কক্সবাজারে ২টি, বরিশালে ২টি, যশোরে ২টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট চলবে। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
নভো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমান ৬ অগাস্ট থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ২টি, সিলেট ২টি, রাজশাহীতে ২টি এবং কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।
প্রসঙ্গত, কোরবানি ঈদের পর ২৩ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যা ৫ আগস্ট পর্যন্ত বহাল ছিল।
ঢাকানিউজ২৪
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: