• ঢাকা
  • শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেখ রাসেলের রক্তস্নাত বেদিতে মানবিক বিশ্ব গড়ে উঠুক: জয়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৫ এএম
শেখ রাসেল
সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্ক:   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে একটি মানবিক বিশ্ব গড়ে উঠুক- এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

এতে তিনি লিখেছেন, ‘রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলে নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিল দেশদ্রোহী ঘাতকচক্র।’

তিনি আরও লিখেছেন, ‘পৃথিবীর আর একটি শিশুরও যেন এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদিতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।’

শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image