• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুর বাজারে নতুন লিচুর কেনাবেচা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৩ এএম
নতুন লিচুর কেনাবেচা
লিচু

বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বিরামপুর উপজেলা শহর ও স্থানীয় হাট বাজারে পাকা লিচু উঠতে শুরু করেছে। আজ শনিবার (১৪ মে) বিরামপুর হাটে নতুন লিচু কিনতে ক্রেতারা ভিড় জমে ওঠেছে।

এবিষয়ে লিচু চাষী বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আয়েজ উদ্দিন জানান,তার বাগানে মাদ্রাজী জাতের লিচু পাকতে আরম্ভ করেছে। উক্ত বাগান থেকে প্রতি ১০০শ’ লিচু ১৬০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। একটু বেশী দাম পাওয়ার আশায় তিনি শনিবার বিরামপুর হাটে লিচু বিক্রি করতে এনেছেন। হাটে প্রতি ১০০শ’ লিচু ১৮০-২০০ টাকা দরে বিক্রি করছেন।

নবাবগঞ্জ থেকে বিরামপুর হাটে লিচু বিক্রি করতে আনা লিচু চাষী কৃষ্ণজীবনপুর গ্রামের সাগর মিয়াও একই অভিমত ব্যক্ত করেন। বিরামপুর চকপাড়া গ্রামের সুমন মিয়া জানান,তিনি বেদেনা জাতের প্রতি ১০০শ’ লিচু ৩০০ টাকা দরে বিক্রি করছেন। তারা বলেন,এবার লিচুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় তারা গত বছরের তুলনায় বেশী দামে লিচুবিক্রি করছেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান,লিচুর মুকুল আসার পর প্রাকৃতিক ভাবে কিছু গুটি ঝরে পড়েছে। তবে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক পরামর্শে এলাকায় লিচুর ফলন  ভালো হয়েছে বলে জানা যায়।।

ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image