• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ড্যাপ সঠিক বাস্তবায়নই ঢাকা শহরে বাসযোগ্যতা ফিরে পাবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৯ পিএম
সুশীল সমাজকে সঙ্গে নিয়ে রাজউক সিটি করপোরেশন
মতবিনিময় সভা

নিউজ ডেস্ক:  সম্প্রতি গেজেট হওয়া ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) সঠিক বাস্তবায়ন হলেই ঢাকা শহর বাসযোগ্যতা ফিরে পাবে বলে মত প্রকাশ করেছেন পরিকল্পনাবিদরা। তারা বলেন, ড্যাপে নাগরিক সুযোগ-সুবিধার বিষয় নিশ্চিত করতে অনেক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর সঠিক বাস্তবায়ন হলে বাসযোগ্যতার পাশাপাশি পরিকল্পিত নগরও গড়ে উঠবে।

বিশ্ব নগর দিবস উপলক্ষে শনিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত 'পরিকল্পিত নগর-টেকসই উন্নয়ন-সমৃদ্ধ জীবনমান:প্রেক্ষিত ঢাকা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি ফজলে রেজা সুমন। সভায় বক্তব্য দেন রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, ড. সারোয়ার জাহান, ড. এ কে এম আবুল কালাম, পরিকল্পনাবিদ শওকত আলী খান, ড. তসলিম শাকুর ড. আদিল মুহাম্মদ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাসযোগ্যতার জন্য পর্যাপ্ত সবুজ নেটওয়ার্ক বাস্তবায়ন, অবিলম্বে ড্যাপ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ, ড্যাপের নির্দেশিকা অনুযায়ী গণপরিসর এবং নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি, জাতীয় ভৌত পরিকল্পনা প্রয়ণয়নের উদ্যোগ গ্রহণ, ব্যক্তিগত বিনিয়োগের বিকেন্দ্রীকরণ করা, বস্তিবাসীর জন্য পরিকল্পিত পুনর্বাসন, দখল হওয়া খাল-জলাশয় উদ্ধার, ঢাকা শহরে অবস্থানরত বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের স্থানান্তরসহ প্রভৃতি উদ্যোগ গ্রহণ করলে ঢাকা শহরে বাসযোগ্যতা ফিরে আসবে। সুশীল সমাজকে সঙ্গে নিয়ে রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্নিষ্ট সংস্থা-দপ্তরকে সমন্বিতভাবে এটা বাস্তবায়ন করতে হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image