• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০০ পিএম
মালয়েশিয়ান পাম অয়েল রফতানি
মালয়েশিয়ান পাম অয়েল

নিউজ ডেস্ক: মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমে তিন সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। বছরের শুরুতেই দেশটির রফতানি নেমেছে অর্ধেকে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কমে যাওয়ার কারণেই পণ্যটির বাজার নিম্নমুখী হয়ে উঠেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো পাম অয়েলের বাজারদর কমল। 

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৭৫ রিঙ্গিত বা ১ দশমিক ৮৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৯০৯ রিঙ্গিত বা ৮৯৪ ডলার ৭১ সেন্টে। ২৩ ডিসেম্বরের পর এটি সর্বনিম্ন দাম।

১-১০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ান পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ৬ শতাংশ এবং ডিসেম্বরের তুলনায় ৫১ শতাংশ কমেছে। চীন ও ভারতে সরবরাহের হার শ্লথ হয়ে পড়ায় রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটিতে পাম অয়েলের মজুদ আগস্টের পর সর্বনিম্নে নেমেছে। ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন।

সিজিএস-সিআইএমবি রিসার্চ এক নোটে জানায়, চলতি বছরের মাঝামাঝিতে দেশটিতে শ্রমিক সংকট কিছুটা শিথিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। তবে উৎপাদন ব্যয় ঊর্ধ্বমুখীই থাকবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image