• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহ মেডিকেল কলেজের হীরক জয়ন্তীতে তারকা চিকিৎসকের মিলনমেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২২ পিএম
হীরক জয়ন্তী
হীরক জয়ন্তীতে তারকা চিকিৎসকের মিলনমেলা

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হীরক জয়ন্তী ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। নবীণ-প্রবীণের মেলবন্ধনে দেশের সেরা চিকিৎসকের পদচারণায় মূখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। চিকিৎসা-গবেষণায় সমৃদ্ধ দেশসেরা ময়মনসিংহ মেডিকেল কলেজে বসেছে তারকা চিকিৎসকের মিলনমেলায় পরিণত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন অফিস কক্ষ উদ্বোধন করা হয়।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যালামনাই (প্রাক্তন শিক্ষার্থী) এম-৩ ব্যাচ থেকে এম-৫৯ পর্যন্ত ৫৬টি ব্যাচের নবীন প্রবীণদের শিক্ষার্থীদের মেলবন্ধনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  এছাড়াও রঙিণ বেলুন ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

মমেক হীরক জয়ন্তী ও ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম, এ আজিজ বলেন আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজে দেশসেরা তারকা চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

ডাঃ এম, এ আজিজ আরো বলেন, সরকারি ও বেসরকারিসহ দেশের ১১৬টি মেডিকেল কলেজের মধ্যে সেরা মেডিকেল কলেজ হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ। এই কলেজের শিক্ষার্থীরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও  সমৃদ্ধ গবেষণায় অভিজ্ঞতা অর্জন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে খ্যাতি অর্জন করছে। সেইসব তারকা চিকিৎসকরা মমেক এর গৌরব বয়ে আনছে।

মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী হীরক জয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালমানই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহবায়ক অধ্যাপক ডাঃ  মোঃ সানাওয়ার হোসেন । স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আফতাব উদ্দিন আহমেদ।

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর পরিচালক অধ্যাপক বায়েজীদ খুরশীদ রিয়াজের সঞ্চালনায় হিরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ  মোঃ নাসির উদ্দিন।

আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ  গোলাম কিবরিয়া, অধ্যাপক ডাঃ তাহমিনা বেগম রানু, ডাঃ বায়জিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ  মোঃ মজিবুর রহমান আঙ্গুর, অধ্যাপক ডাঃ  মোঃ মতিউর রহমান ভূইয়া, অধ্যাপক ডাঃ  মোঃ আবু জাফর চৌধুরী বিরু, ডাঃ মোস্তফা কামাল, ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ  মোঃ আব্দুল মজিদ ভূইয়া, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যাপক ডাঃ মোঃ মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমান বাবু প্রমূখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। মেডিসিন ক্লাবের উদ্যোগে একটি দেয়ালিকা হীরক লিপি উদ্বোধন করা হয়।

বিকেলে কলেজ অডিটোরিয়ামে স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image