
নিউজ ডেস্ক: বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, সাজা, নির্যাতন বাড়িয়ে দিয়ে সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
বুধবার সকাল সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন । সংবাদ সম্মেলনে সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন মির্জা ফখরুল ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমরা বলেছি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে । নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই । সরকারের পদলেহনকারী কয়েক দল ছাড়া কোনো রাজনৈতিক দল বলেনি নির্বাচন সুষ্ঠু হবে । সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে । আবার সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করে ১৪ ও ১৮ মতো একতরফা নির্বাচন করতে চায় । কিন্তু জনগণ সেটা হতে দেবে না । ’
সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘ মার্কিন প্রতিনিধি দল কোনো মতামত দেয়নি । আমরা পরিষ্কার বলেছি, এই পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না । ’
অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে আলোচনা চায় তাহলে বিএনপি সেই আলোচনায় অংশ নিতে রাজি আছে ।
বিএনপি নেতা এ্যানীকে বাসার দরজা ভেঙে ডাকাতের মতো পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল । এ্যানীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি জানান তিনি । বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন । তার কোনো ক্ষতি হলে সরকার জনরোষের স্বীকার হবে । তাই অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান তিনি ।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: