মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মনের দুঃখে প্রেমিকা পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের জয়পুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জয়পুর গ্রামের দিলু মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২২) প্রতিবেশী নোয়াব মিয়ার মেয়ে ও মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ুয়া সানজিদার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে, ৪/৫ বছরের দীর্ঘ প্রেম পরিনয়ে আবদ্ধ করতে উভয়ই প্রতিক্ষাবদ্ধ হন। তবে উভয়ের পরিবারই তাদের প্রেমের বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এরই মাঝে প্রেমিক নূরের অন্যত্র বিয়ে ঠিক হলে প্রেমিকা সানজিদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সোমবার দুপুরের দিকে সানজিদা মনের দুঃখে ঘরে থাকা চাউলের পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নেয়।
এসময় যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে পাশ্ববর্তী কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণেই মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: