
বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে উন্নয়নমুলক বিভিন্ন কার্য্যক্রমের অংশ হিসেবে ভিডিসি ও ডিএমএস (দুর্যোগ ব্যবস্থাপনা) কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশনের কায্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয় ।
অধিবেশনে ভিডিসি ও ডিএমএস কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন (এপি)’র ম্যানেজার ডায়মন্ড জাসপার ঘাগড়া, প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন, আব্রাহাম হাঁসদা, হোসেনপুর ভিডিসির সভাপতি আকতার হোসেন, মোক্তাগাড়ী ভিডিসির সভাপতি আলতাব হোসেন, কিশোরগাড়ী ভিডিসির সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ। অধিবেশনে বিভিন্ন গ্রামের ভিডিসির সদস্য, চাইল্ড ফোরামের সদস্য, শিক্ষার্থী ও বেশ ক’জন ইমাম উপস্থিত ছিলেন ।
এছাড়া একই দিনে ওয়াল্ড ভিশন কার্যালয় চত্তরে পিয়ার এডুকেটরদের জন্য কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা বিষয়ক প্রশিক্ষন-২৩ এবং ভিডিসি সদস্যদের প্রয়োজন মুল্যায়ন করে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রোগ্রাম- ২৩ অনুষ্ঠিত হয়েছে ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: