• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

     আবহাওয়া ভাল থাকলে চা উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে যাবে                                      --


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম
আবহাওয়া ভাল থাকলে চা উৎপাদনে রেকর্ড ছাড়িয়ে যাবে                                       --
চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম

মো.জহিরুল ইসলাম,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:  যদি শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে তাহলে এ বছর দেশে চায়ের উৎপাদন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। এতে দেশের চাহিদা পুরণ করে আমরা চায়ের সেই সোনালী অতীতের রপ্তানীতে ফিরে যেতে পারবো।

রোববার ১৯ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজরের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রে সেনাবাহিনী ও নৌ বাহিনীর অফিসারদের জন্য ২ সপ্তাহ ব্যাপী চা আস্বাদন ও মান নিয়ন্ত্রন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম (এনডিসি পিএসসি)।

 

মৌলভীবাজারস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের সেমিনার হলে আয়োজিত এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী।
 এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন চা বোর্ডের  প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক ও কোর্স সমন্বয়কারী ড. মো. ইসমাইল হোসেন।

 

কর্মশালায় চা বোর্ডের   চেয়ারম্যান আরো বলেন, প্রতি বছর ৬ মিলিয়ন কেজি চা দেশীয় বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করে থাকে। যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে তার গুনগতমান সঠিক ভাবে বুঝা যাবে না।

 

এ প্রশিক্ষন এ ক্ষেত্রেও কাজে লাগবে। এ সময় তিনি আরো বলেন, চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। যার ফলশ্রুতিতে কয়েক বছরের মাথায় বাংলাদেশর চায়ের উৎপাদন বাড়বে কয়েক গুন। এ সময় তিনি চা বিজ্ঞানী, প্রকল্প উন্নয়ন কর্মকর্তাসহ চায়ে সংশ্লিষ্টদের উদ্যেশে বলেন, এই গুরু দায়িত্বটি আমাদের হাতে। আমাদের সবাইকে এ বিষয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image