
নিউজ ডেস্ক: এবার অনলাইনে মুক্তির দুইদিন পর প্রকাশ পেলো ছবিটির ‘গোলাপি’ শিরোনামের গানটি। গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে 'পদ্মাপূরাণ' ছবিটি। রোববার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি।
এই ফোক গান নতুন করে মিউজিক করেছেন সৈকত, কণ্ঠ দিয়েছেন সৌরিন। গানের কোরিওগ্রাফি করেছেন রোহান।
ছবি মুক্তির দু'দিনের মাথায় কেনো গান প্রকাশ? এমন প্রশ্নের জবাবে ছবির নির্মাতা রাশিদ পলাশ বলেন, 'দুর্গাপূজায় প্যান্ডেল জমাতে আমরা গানটি প্রকাশ করছি। এর কারণ ১১ অক্টোবর ষষ্ঠির মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। মণ্ডপে বাড়তি আনন্দ যোগ করবে আমাদের এই গান।'
ঢাকায় স্টার সিনেপ্লেক্স, শ্যামলি ও যমুনা ব্লকবাস্টারে ছবিটি দেখা যাচ্ছে। এদিকে নারায়ণগঞ্জের সিনেস্কোপে এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।
রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: