
নিউজ ডেস্ক : পূর্বঘোষণা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে শুক্রবার সকাল থেকে। বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় বসেছে পুলিশের তল্লাশি চৌকি।
শনিবার রাজধানীতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় বাস চলাচল থেকে বিরত রয়েছেন তারা।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এনা পরিবহনের কয়েকটি বাস সকালে ময়মনসিংহের মাসকান্দা বাসটার্মিনালে যায়। কিন্তু শুক্রবার সকাল থেকে এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শিশিতা আক্তার নামের আরেকজন বলেন, আমার মা অসুস্থ। তাকে দেখতে ঢাকায় যাব। গণপরিবহন বন্ধ থাকায় যেতে পারছি না।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ বাস ভাঙচুরের আশঙ্কায় বাস চালানো বন্ধ রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: