
ডেস্ক রিপোর্টার: নেতাজী সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাস্টারদা সূর্যসেনসহ বিপ্লবীদের আত্মত্যাগের সুমহান আদর্শই যুগ যুগ ধরে আমাদের পথ দেখাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
৮ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় 'নেতাজী ও বঙ্গবন্ধুর অনুপ্রেরণা: চট্টগ্রাম বিপ্লব ও আমাদের দায়' শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তাঁরা। নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা বাস্তবায়ন কমিটি, বাংলাদেশ এর আয়োজনে ও আমরা করবো জয়-এর সহযোগিতায় চট্টগ্রাম প্রেসক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
চেতনাযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, 'তরুণ প্রজন্মকে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে হবে।'
'একাত্তরের মতো সংগ্রামের অনিবার্যতা দেখা দিলে এখনকার প্রজন্ম কতোখানি প্রস্তুত' এই প্রশ্ন তুলে অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আরও বলেন, 'মুক্তিযুদ্ধ কিংবা ঔপনিবেশিক শাসনামলের দুর্বিষহ নিষ্পেষণের ইতিহাস যদি আমরা না জানি তবে চেতনার উন্মেষ ঘটবে না।'
আয়োজক সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন-বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চেতনাযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভারত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নেতাজীর জন্মোৎসব উদযাপনে হাই লেভেল কমিটি'র সদস্য মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, লতিফুল বারী হামীম, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, মাস্টারদা সূর্য সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তাপস হোড়, মাস্টার দা সূর্য সেন স্মৃতি পাঠাগার, রাউজানের সভাপতি শ্যামল কুমার পালিত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্মূল কমিটির সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, সাবেক ছাত্রনেতা দেবাশীষ আচার্য, অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দিন, আকতার হোসেন, আবদুল কাদের প্রমুখ।
এর আগে গত ২ ডিসেম্বর, ধানমন্ডির ৩২ নম্বর প্রাঙ্গণে নেতাজী-বঙ্গবন্ধু জনচেতনা যাত্রা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: