নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল লেকে ডুবে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। তিনি জি-টিভির একজন মিডিয়া কর্মী ছিলেন।
বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১:৫০ মিনিটের দিকে মোঃ সাগর নামে একজন পথচারী হাতিরঝিল লেকের পানিতে তাকে ডুবতে দেখেন। তিনি ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরপুর থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাসার ঠিকানা: ৭জে/২৪ বি সি, কৃষ্ণচুড়া, মিরপুর। পিতার নাম বখতিয়ার সিকদার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাহানুমা সারাহর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: