• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আইসোলেশনে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০৮ পিএম
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২৯ জানুয়ারি) জেসিন্ডা নিজেই আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন। 

গত ২২ জানুয়ারি দেশটির কেরিকেরি শহর থেকে একটি ফ্লাইটে অকল্যান্ডে গিয়েছিলেন এক নারী। প্রধানমন্ত্রী জাসিন্ডা ওই নারীর সংস্পর্শে আসেন। পরে ওই নারীর করোনার জিনোম সিকোয়েন্স পরীক্ষার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে।

জেসিন্ডার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তার পরীক্ষা করানো হবে। আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।

করোনার বিধিনিষেধ মানতে গিয়ে বাধ্য হয়ে নিজের বিয়ে বাতিল করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
বিধিনিষেধ সম্পর্ক বিস্তারিত জানিয়ে জেসিন্ডা বলেন, আমার বিয়ে এগোচ্ছে না। নতুন বিধিনিষেধ অনুযায়ী, টিকার দুই ডোজ নেওয়া এমন ১০০ ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবে। এ ধরনের বিধিনিষেধের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও এখন তাদের দলে। আমি খুবই দুঃখিত।

এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক পরিবারের নয়জন ওমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার উড়োজাহাজে ভ্রমণ করেছিল। উড়োজাহাজের একজনকর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এরপর রোববার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।

ডেলটার তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক হলেও এতে সংক্রমিত হলে ভয়ানক অসুস্থতার হার কম। নিউজিল্যান্ডে ভিড় কমানো, গণপরিবহন–দোকানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image