• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদে পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম
ছোট-বড় আঠারোটি ফেরি চলাচল করছে
পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল

নিউজ ডেস্ক:   ঈদে ঘরমুখো যাত্রীর ঢল নেমেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। ঘাট এলাকার চার কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। অপেক্ষায় শত শত যানবাহন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদে ঘরে ফেরা মানুষের চাপে বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে যানবাহনসংখ্যা বাড়তে থাকে। শুক্রবার (৮ জুলাই) সকালে চার কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ২১টি ফেরির মধ্যে ৩টি বিকল থাকায় ছোট-বড় আঠারোটি ফেরি চলাচল করছে।
 
ইয়ামিন নামের নড়াইলগামী এক যাত্রী বলেন, ‘রাত ২টায় ঘাটে এসেছি। দীর্ঘ যানজটে আটকে রয়েছি। বাসায় কখন পৌঁছাব, বলতে পারছি না।’
 
সাতক্ষীরাগামী ইসহাক আলী বলেন, ‘রাত ১২টায় এসেও এখনো ঘাট পার হতে পারিনি। এ অবস্থায় তীব্র যানজট ও গরমে স্ত্রী-ছেলে ভোগান্তিতে পড়েছে।’
 
এ বিষয়ে ঘাট ব্যবস্থাপক মো. খালেজ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ১০টা থেকে সব কটি ফেরি চলাচল করছে। এতে দুর্ভোগ কমবে। যানবাহনের চাপ কমতে শুরু করেছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image