• ঢাকা
  • মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্বপ্ন তরীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম
স্বপ্ন তরীর উদ্যোগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

ডেস্ক রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বপ্ন তরী উন্নয়ন সংস্থার উদ্যোগে  ২৬ মার্চ সকাল ১১.০০ টায় শহীদ স্মৃতি পাঠাগাড়, সুত্রাপুর ঢাকায় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতি পাঠাগাড়ের শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্থার সভাপতি কোহিনুর বেগম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আজকের এই দিনে দেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি ।  

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি পাঠাগাড়ের প্রতিষ্ঠাতা উত্তম কুমার। এসময় স্বাধীনতার সুফল তুলে ধরে সভাপতির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবব্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন ছবি অঙ্কন করতে পেরে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরে ছোট ছোট কোমলমতি শিশুরা আনন্দিত হয়।
বিকেল ৪ টায় কবিতা আবৃত্তি ও সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

পরবর্তীতে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি পাঠাগাড় পরিষদের সকল নেতৃত্ববৃন্দ ও সংস্থার কর্মকর্তাগণ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image