
জহিরুল ইসলাম সানি:
রাজধানীর মালিবাগ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন সকাল ৯ থেকে বিকেল ৪ পর্যন্ত এই অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট ভোটার ৪৩৯ জন।
এ সময় প্রার্থীরা বলেন, আমাদের মালিবাগ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যরা খুব সচেতন। আমরা আশা করি এই নির্বাচনে তারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাছাড়া নির্বাচনে যে জয়ী হোক না কেন তাদের নিয়ে এই সমিতির উন্নয়নের কাজ করব।
ভোট সুষ্ঠ হচ্ছে বলে নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোটাররা ভোট দিচ্ছে। এখানে ভোটার ও প্রার্থীরা সবাই একে অন্যের ভাই। তাই বিশৃঙ্খলা হওয়ার মত কোন কারণ নেই। এ পর্যন্ত সুনির্দিষ্ট কোন বিশৃঙ্খলার অভিযোগ আমাদের কাছে আসেনি। তাছাড়া নির্বাচন সুষ্ঠু করার জন্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: