
নিউজ ডেস্ক : অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হচ্ছে। এতে করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে রিটার্ন।
বিষয়টি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সদস্য বলেন, বুধবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
এদিকে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না।
তিনি আরও জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘জাতীয় বাজেটে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে আমি বিশ্বাস করি এ বছর বেশিসংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দেবেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: