• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হত্যার বিচারের দাবি পরিবারের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৮ পিএম
পুলিশের সংঘর্ষে নিহত সাব্বির হত্যার বিচারের জন্য পরিবারের আহাজারি

জহিরুল ইসলাম সানি : রাজধানীতে গত ২১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষে নিহত সাব্বিরের পরিবার আজও সেই ভয়াবহ দিনটির স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ১২ বছরের মো. সাব্বির নুর জাহান রোডের বাসিন্দা। এমন একটি ঘটনায় তার জীবন হারিয়েছে যা তার পরিবার কখনো কল্পনাও করতে পারেনি।

সেদিন আহত সাব্বিরকে তড়িঘড়ি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাব্বিরের মৃতদেহ তার এলাকার রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়।

সাব্বিরের বাবা মো. নুর আলম ও মা নুর জাহান ঢাকানিউজ২৪ডটকমের প্রতিবেদকের কাছে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, "আমরা আমাদের শিশুকে হারিয়েছি, আমরা জানি না কীভাবে বাঁচব। আমরা কখনো ভাবিনি আমাদের সন্তানের এমন মৃত্যু হবে। আমরা আমাদের সন্তান সাব্বির হত্যার সুষ্ঠু বিচার চাই।"

সাব্বিরের বাবা-মা বলেন, "সাব্বির ছিল আমাদের চোখের মণি, আমাদের সব স্বপ্ন ও আশা ছিল তার ওপর নির্ভর করে। আমরা তার ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সব স্বপ্ন আজ ভেঙে গেছে।"

এই ঘটনায়  পরিবার ও এলাকাবাসী সবাই একসাথে সাব্বিরের জন্য ন্যায়বিচার দাবি করেছে।

এমন হৃদয়বিদারক ঘটনার পরেও পরিবারের চোখে প্রতিটি মুহূর্ত সাব্বিরের স্মৃতি ভাসে। তারা চায়, যেন এমন ঘটনা আর কারও জীবনে না ঘটে এবং তাদের সন্তানের মতো আর কোনো নিষ্পাপ জীবন এভাবে অকালে ঝরে না যায়। সমাজের সকল স্তরের মানুষ যেন এ ঘটনায় সহমর্মিতা প্রকাশ করে এবং সাব্বিরের মৃত্যুর যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত হয়।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image