• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউরোর সর্বোচ্চ দরপতন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
ইউরোর সর্বোচ্চ দরপতন
ইউরোর দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : ২০০২ সালের পর মুদ্রাটির দাম কখনো এতটা কম হয়নি। সর্বোচ্চ দরপতন হয়েছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর। মঙ্গলবার (২৩ আগস্ট) আন্তর্জাতিক মুদ্রা বাজারে এক ডলারের বিনিময়ে মিলছে এক ইউরো।

চলতি বছর ইউরোর দরপতন হয়েছে প্রায় ১২ শতাংশ। ইউরোপে অভিন্ন মুদ্রা চালুর পর এবারই প্রথম ডলার ও ইউরোর মান সমানে পৌঁছেছে। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ, আমেরিকাসহ সারা বিশ্বেই মূল্যস্ফীতির সূচক রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার হ্রাস করেছে। 
এই বাস্তবতায় ইউরোপসহ আমেরিকায় চলতি বছরের শেষ ভাগে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

গত শুক্রবার, নর্ড স্ট্রিম টু পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ফলে বিনিয়োগ ও উৎপাদনের হার কমে ইউরোপের অর্থনীতি আরও অস্থিতিশীল হয়ে পড়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image