নিউজ ডেস্ক: গত ছয় দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গত শনিবার হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় এবং বিশেষ করে হামাসের অবস্থানে হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এসব হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, তাদের হামলায় ফিলিস্তিনে এক হাজারের বেশি মানুষ মারা গেছে। গত কয়েকদিনে গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি হামলা বন্ধ করবেন না। ইসরায়েলের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের উচিত 'যুদ্ধের আইন' মেনে চলা।
বাইডেন হোয়াইট হাউসে আমেরিকান ইহুদি সম্প্রদায়ের নেতাদের এক সমাবেশে বলেন, সম্প্রতি ইসরায়েলে হামলা হলে সেখানে ১২০০ জন নিহত হয়। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে খারাপ দিন ছিল সেটা। ইসরাইল গাজায় বিমান হামলা করে তার জবাব দেয়।
বাইডেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী আমার পুরনো বন্ধু। তিনি নেতানিয়াহুকে ৪০ বছর ধরে চেনেন এবং তাদের " আমি তাকে ভালভাবে চিনি।" আমি নেতানিয়াহুকে পরিষ্কারভাবে বলেছি সমস্ত ক্ষোভ ও হতাশার মধ্যেও যুদ্ধের নিয়ম মেনে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।
সেই হামলায় এক হাজারের ও বেশি ফিলিস্তিনি নিহত হয়, বাইডেন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন বলে মিডিয়াতে জানান। বাইডেন ইসরায়েলের প্রতি সমর্থন দেখানোর জন্য যু্দ্ধের এলাকায় একটি আমেরিকান বিমানবাহী রণতরী পাঠিয়েছেন। তিনি হামাস-সমর্থক ইরানকে "সাবধানে থাকার জন্য" সতর্ক বার্তা দিয়েছেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: