
ডেস্ক রিপোর্টার: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন-পুরাতন সংশ্রিমণে সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। কে আমার কে অন্যের তা দেখা হবে না। হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোন কমিটি হবে না। সব সময় সুদিন থাকে না, দুর্দিনও আসে।
নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিলা স্কুল মাঠে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাধন চন্দ্র মজুমদার বলেন, দীর্ঘদিন সম্মেলন না হলে সংগঠনে মরিচা পড়ে যায়। যুবলীগ, ছাত্রলীগ ও পৌর লীগের অনেকেরই বয়স পার হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন করেছে তাদের জন্য দলে জায়গা করে দিতে হবে।
তিনি আরও জানান, শুধু হাত তালি দিলে আওয়ামী লীগ হয়না। পরিশ্রমও করতে হবে। তৃণমূল আছে বলে আ.লীগ টিকে আছে। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নই; আমরা আদর্শের কর্মচারী। এখন দুয়ারে দুয়ারে করোনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। শুরুতে অনেকেই ভ্যাকসিন নিতে চাইনি। এখন তারাও ভ্যাকসিন নিচ্ছে।
দেশের উন্নয়ন নিয়ে সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: