নিউজ ডেস্ক: খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। তবে এত কিছুর মধ্যে আবারও আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছে ভারত ও কানাডা। নিজ্জার বিরোধের পর এই প্রথম দুই দেশের মধ্যে বৈঠক হচ্ছে। আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিতব্য 'পার্লামেন্ট-২০' শীর্ষ সম্মেলনে অর্থাৎ পি-২০-এ অংশ নিতে আসছে কানাডা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, পি-২০ বৈঠকে ভারত অনেক বড় ইস্যু উত্থাপন করার সম্ভাবনা রয়েছে।
লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, সব দেশেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কানাডার সিনেট স্পিকার তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পি-২০ সম্মেলনে কানাডার প্রতিনিধিত্ব করবেন সেনেটের প্রেসিডেন্ট রেমন্ড গ্যাগনে। তিনি এমন সময়ে ভারতে আসছেন যখন সম্পর্ক খুব খারাপ যাচ্ছে।
ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি কীভাবে হল?
আসলে কানাডায় খুন হয়েছেন খালিস্তান সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার। এর জন্য ভারতকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে ট্রুডোর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে ভারতের শীর্ষ কূটনীতিককে দেশ ছেড়ে চলে যেতে বলেছে কানাডা। ভারতও পাল্টা জবাব দেয় এবং কানাডিয়ান কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কানাডার সঙ্গে আলোচনায় কী বলবেন ওম বিড়লা ?
লোকসভার স্পিকার ওম বিড়লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কানাডিয়ান প্রতিনিধি দলের সাথে ভারতের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি উত্থাপন করবেন কিনা। এর জবাবে তিনি বলেন, 'যে বিষয়গুলো শীর্ষ সম্মেলনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব।
বাকি বিষয়গুলো অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে। তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে কোথাও না কোথাও ভারত কানাডার কাছে প্রতিবাদ জানাতে চলেছে।
কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগের জবাবও দিতে যাচ্ছেন তিনি।
পি-২০ কি ?
পি-২০ হল জি-২০ দেশের সংসদের স্পিকার এবং চেয়ারম্যানদের একটি ফোরাম। এটি সংসদীয় নেতৃবৃন্দকে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও শেয়ার করার একটি প্ল্যাটফর্ম দেয়।
দিল্লিতে আয়োজিত এই শীর্ষ সম্মেলনটি দ্বারকায় 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার'-এ আয়োজিত হবে। ১৩-১৪ অক্টোবর পি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: