• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যাত্রাবাড়ীতে আন্দোলনে গুলিবিদ্ধ হাসানের ঢামেকে মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৬ পিএম
যাত্রাবাড়ীতে, আন্দোলনে, গুলিবিদ্ধ, হাসানের, ঢামেকে, মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার যাত্রাবাড়ী মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ মোঃ হাসান (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২৩ আগস্ট) রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড নম্বর ১৭-তে তার মৃত্যু হয়।

মোঃ হাসানের বাবা কবির জানান, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় তার ছেলে গুলিবিদ্ধ হয়। তিনি যাত্রাবাড়ীর একটি আড়ৎতে কাজ করতেন। গুলিবিদ্ধ হওয়ার পর হাসানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে।

হাসানের পরিবার বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। নিহত হাসান দুই সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image