• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আগামী বছরই রাশিয়ার অর্থ শেষ হতে পারে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫১ পিএম
আগামী বছরই
রাশিয়ার অর্থ শেষ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২৪ সালের মধ্যে রাশিয়ার কোষাগারের অর্থ শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ধনকুবের ওলেগ দেরিপাসকা। 

বৃহস্পতিবার (২ মার্চ) সাইবেরিয়া অঞ্চলে একটি অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেরিপাসকা বলেছেন,আগামী বছরে আমাদের কোনো টাকাপয়সা থাকবে না। এই পরিস্থিতি সামাল দিতে আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন পড়বে।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রশংসা করেছিলেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর ঘাড়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার পরও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, গত বছরে দেশটির অর্থনৈতিক উৎপাদন ২ দশমিক ১ শতাংশ সঙ্কুচিত হয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ার অনেক অর্থনীতিবিদের ধারণা ছিল, পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দেশটি অর্থনীতিতে আরও বড় ধাক্কা খাবে।

বর্তমানে রাশিয়ার অর্থনৈতিক ফাটলগুলো বড় হচ্ছে। দেশটি চলতি মাসে তেলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। সামনের দিনগুলোতে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। সেই হিসেবে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির ওপর নির্ভর করছে রাশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ।

এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারী বিশেষ করে মিত্র দেশগুলো বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন দেরিপাসকা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image