• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাটমোহরে ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
চাটমোহরে যানবাহন চলাচল ব্যাহত
ঘন কুয়াশা

হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঘনকুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ অঞ্চলে জেঁকে বসেছে কনকনে শীত। গতকাল মঙ্গলবার সকাল সকাল ১০টায় পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি ও জনপদ। যানবাহনগুলেঅকে হেডলাইট জ¦ালিয়ে চলাচল করতে হচ্ছে।

আকাশে মেঘে থাকায় সূর্যের তাপ কমেছে। তাপমাত্রা কমে আসায় শীতে নাকাল এ জনপদের মানুষ। বিল এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। বইছে হালকা শৈত্যপ্রবাহ। কয়েক দিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। দিনেও আগের মতো গরম নেই। বিকেল গড়ালেই ঠান্ডা লাগতে শুরু করে।

এদিকে দিন-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। 

শীত নিবারণে সাশ্রয়ী মূল্যে গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image