• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বইমেলায় সাড়া ফেলেছে সায়েম দরজীর গোশতের গেরান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম
বইমেলায় সাড়া ফেলেছে
সায়েম দরজীর গোশতের গেরান

জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে সায়েম দরজীর গল্পের বই গোশতের গেরান। এটা এই লেখকের প্রথম বই। সায়েম প্রথম বইয়ের সাড়ায় অনুপ্রাণিত। তিনি ভবিষ্যতে আরও বই নিয়ে আসার আশ্বাস দিলেন।

সায়েম দরজীর জন্ম ২৮ জুলাই, ১৯৮৫ ঢাকার খিলক্ষেতের ঐতিহ্যবাহী দরজী পরিবারে। পুরো নাম কিবরিয়া আলম সায়েম। পাঠকের কাছে সায়েম দরজী নামেই তিনি পরিচিত। পিতা, মৃত শহীদুল্লাহ দরজী, মা আফিয়া আক্তারের বড় সন্তান তিনি।

ঢাকার কুর্মিটোলা হাই স্কুল থেকে এস এস সি, তেজগাঁও কলেজ থেকে এইচ এস সি এবং শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেন তিনি। ছোট বেলা থেকেই লেখালিখির হাতেখড়ি । 

অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান বইটই থেকে চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে ২০২১ সালে। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি টিভি চ্যানেলে সায়েম দরজীর রচনায় বেশ কিছু নাটক প্রচার হয়েছে। 

গোস্তের গেরান সায়েম দরজীর প্রথম উপন্যাস। এই নবীন লেখকের জন্য নিরন্তর শুভকামনা রইলো।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image