
মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় রামনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নাছিমা বেগম (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩ টার দিকে এঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের নতুন পাড়ার জাহা বক্সের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ৮ সেপ্টেম্বর বেলা ৩ টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় নাছিমা বেগম ঘরের জানালার কাছে বসে ছিলেন। পরে জানালার গ্রীল স্পর্শ করলে তার শরীরে বিদ্যুতায়িত হয়। পরিবারের অন্যান্য সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / মিজানুর রহমান
আপনার মতামত লিখুন: