
নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ডিজেলের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে মালিক-সরকার আঁতাতের মাধ্যমেই পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের প্রতি সরকার ও মালিকপক্ষ কারও কোনো দায়বদ্ধতা কাজ করেনি। জনগণকে জিম্মি করে ভাড়া বৃদ্ধির জন্য যে নাটক করা হলো, তা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, কেবল পরিবহন ভাড়া বৃদ্ধিই নয়, এক লাফে ডিজেলের লিটারপ্রতি ১৫ টাকা মূল্যবৃদ্ধিও গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রেও জনগণ নয়, বিপিসির লাভকেই দেখেছে সরকার।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, শহীদ রাসেল ব্রিগেডের প্রধান সমন্বয়কারী সাদাকাত হোসেন খান বাবুল, মহানগর কমিটির সদস্য শাহানা ফেরদৌসী লাকী, আব্দুল আহাদ মিনার প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: