• ঢাকা
  • রবিবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ একাই না, আরো ৫ দেশ খেয়েছে মার্কিন নিষেধাজ্ঞা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম
মার্কিন
মার্কিন পররাষ্ট্র দফতরের লোগো

নিউজ ডেস্ক: ভিসা নিষেধাজ্ঞা যে বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছে এমনটা নয়। আমাদের দেশ ছাড়া আরো ৫টি দেশের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরা হচ্ছে  নাইজেরিয়া, আফগানিস্তান, হাইতি, সুদান ও নিকারাগুয়া।

নাইজেরিয়া

সম্প্রতি নাইজেরিয়ার সাধারণ নির্বাচন কেন্দ্র করে দেশটির জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা  আরোপ করে যুক্তরাষ্ট্র। যারা নাইজেরিয়ায় গণতন্ত্র বাধাগ্রস্ত করার জন্য দায়ী এমন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। গত ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হ্ওয়ার আগেই এ ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন।

আফগানিস্তান

আফগানিস্তানের নারী ও মেয়েদের অধিকার দমনের জন্য তালেবান সরকারকে দায়ী করে আমেরিকা। এজন্য তালেবান সরকারের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আরও বেশ কয়েক সন্দেভাজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 

এ বছরের ফেব্রুয়ারি মাসে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নিষেধাজ্ঞা আরোপের এক মাস আগে তালেবান সরকার আফগান নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং বেসরকারি সংস্থায় চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

হাইতি

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যারিবীয় এই অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা।  দেশটির চেম্বার অব ডেপুটিসের সাবেক প্রেসিডেন্ট গ্যারি বোডোর ওপর ভিসা বিধিনিষেধ ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

 দেশটির ক্রমাগত বিশৃঙ্খলা ঠেকানোর জন্যই গত ৫ এপ্রিল এ ব্যবস্থা নেওয়ার কথা জানায় মার্কিন পররাষ্ট্র ও অর্থ দপ্তর।

সুদান

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে গত কয়েক মাস ধরে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী  মধ্যে লড়াই চলছে। 
 এই সহিংসতার জন্য গত ১ জুন দেশটির ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করে জো বাইডেন প্রশাসন।

নিকারাগুয়া

গত ২১ আগস্ট নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  কারণ হিসেবে একটি বিশ্ববিদ্যালয় বন্ধে ও বিশিষ্ট একজন খ্রিস্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর জন্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে তারা।  এ জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 
 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image