• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রেলওয়ে চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলীসহ ৭ কর্মকর্তা বদলি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম
প্রধান যান্ত্রিক প্রকৌশলীসহ ৭ কর্মকর্তা বদলি
রেলওয়ে চট্টগ্রাম

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম প্রতিনিধি : ঠিকাদারের সঙ্গে যোগসাজসে মালামাল ক্রয় না করে সরকারি অর্থ হাতিয়ে নেওয়া রেলওয়ের সেই দুই কর্তাসহ ১৭ জনের বদলি হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর রেলওয়ে পূর্বাঞ্চলে বদলির বড় ঝড় এটি। 

রবিবার রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব উজ্জল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে বিভিন্ন স্থানে বদলির আদেশ হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামকে বদলি করা হয় পার্বতীপুর কেলোকায় প্রধান নির্বাহী পদে।  তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা রেল ভবনের পরিচালক (যান্ত্রিক) এবিএম কামরুজ্জামান। 

অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের (পূর্ব/চট্টগ্রাম) দায়িত্বে থাকা জোবেদা আক্তারকে দেওয়া হয় চিফ পার্সোনাল অফিসার পদে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে উপ-পরিচালক (টিটি) পদে থাকা মো. শওকত জামিল মোহসীকে। অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. জাকির হোসেনকে দেওয়া হয়েছে ঢাকার পরিচালক (উন্নয়ন-ট্রাফিক) পদে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুর রহমান। যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিকে) তাবাসসুম বিন্তে ইসলামকে বদলি করা হয় পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক পদে।  
এদিকে, রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোস্তফা জাকির হাসানকে সৈয়দপুরের বিভাগীয় সুপারিনটেনডেন্ট করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন যন্ত্র প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান।  রাজশাহীর প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. মিজানুর রহমানকে  রাজশাহীর প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী করা হয়। 
অন্যদিকে, ঠিকাদারের সঙ্গে যোগসাজসে মালামাল ক্রয় না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠা প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদকে বদলি করা হয়েছে ঢাকা সরকারি রেল পরিদর্শক পদে। আর প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাসকে প্রেষণে পাঠানো হয় রেলওয়ে রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক পদে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কাজী মো. সেলিম।      

রাজশাহীর প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমানকে বদলি করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী পদে। বর্তমান প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে পাঠানো হয়েছে রাজশাহীর প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী পদে। রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) লিয়াকত শরিফ খানকে বদলি করে আনা হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) পদে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পূর্বাঞ্চলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অনেক বছর পর চট্টগ্রামে বিভাগীয় রেলদপ্তর ও পূর্বাঞ্চলে এত বড় পরিবর্তন হয়েছে। গেল কয়েক বছরে রেলে দুর্নীতির বলয় তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অনেকে। আশা করছি, আগামী সময়ে রেলের দুর্নীতির মাত্রা কমে আসবে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image