• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে গাছচাপায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু, আহত ৫


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪৯ পিএম
নবীনগরে আহত ৫
সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে সিএনজি চালক আলী আহমদ (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা গেছে, সিএনজি চালক আলী আহমদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে তিনি কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে সিএনজি উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নিহত আলী আহমদের বাড়ি উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আলী আকবর ছেলে। 

অপরদিকে, নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি মোরে দুইটি অটোরিক্সার মুখ মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার বগডহর গ্রামের সৈয়দ রাজিব (৩৮), জাহানার বেগম (৫৫), শাহেরা বেগম (৭০) ফাতেমা বেগম ৩৫।

নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা: রাসমিত করিম জানান, আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, প্রবল ঝড়ে আলী আহমদ নামের একজন মারা গেছে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image