• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আমলাদের কর্তৃত্ববাদের বিলুপ্তি চায় আ.লীগ: পরিকল্পনামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম
পরিকল্পনামন্ত্রী, মান্নান
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান/ ফাইল ফটো

স্টাফ রিপোর্টার: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যে কোনও কিছুই বিলুপ্ত করা কঠিন কাজ। তারপরও আমি বিশ্বাস করি, আমার সরকার প্রধান বা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমলাদের কর্তৃত্ববাদীর বিলুপ্তি চায়। 

শনিবার (৮ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কৃষির টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার শীর্ষক নেটওয়ার্কিং কনফারেন্স এবং প্রযুক্তির প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবির সেক্রেটারি প্রকৌশলী মিছবাহুজ্জামান চন্দন, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ বক্তৃতা করেন।

তিনি বলেন, বিলুপ্ত করা কঠিন কাজ। ঔপনিবেশিক শাসকরা এগুলো বিলুপ্ত করতে পেরেছিল কারণ তাদের কোনও পার্লামেন্ট ছিল না। তারা একটা অর্ডার দিয়ে করতে পেরেছে। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে আছি। কোনও কিছু বিলুপ্ত করতে হলে আমাদের কিন্তু সংসদের মধ্য দিয়ে আসতে হয়। এতে কিছুটা সময়ক্ষেপণ হয়। আমার ধারণা বা আমি বিশ্বাস করি, আমার সরকারপ্রধান কিংবা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এর বিলুপ্তি চায়। এগুলো যতদিন থাকবে, ততদিন ভুলগুলো বয়ে বেড়াতে হবে। আমরা এগুলো সংস্কার করতে চাই।’

এম এ মান্নান বলেন, ‘আমরা ক্ষুধাটাকে মোকাবিলা করতে পেরেছি। বিদ্যুৎ, স্বাস্থ্য ও খাদ্য খাতে অনেক উন্নয়ন করেছি। মোটা দাগে আমরা এসব খাতে অনেক পরিবর্তন করতে পেরেছি। শেখ হাসিনার একটানা ১৩ বছর কাজ করার ফলে ত্রুটিগুলোকে ছাপিয়ে বেশি অর্জন করতে পেরেছি। মাথাপিছু আয় বেশি, প্রবৃদ্ধি বেশি, জীবনযাত্রার মান গড়ে বেশি। জীবনরক্ষায় স্বাস্থ্যখাতে আমাদের প্রধানমন্ত্রী চমৎকার কাজ করেছেন। এটা আমার কথা নয়, এটা বৈশ্বিকভাবে স্বীকৃত। সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের সবাইকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। দেশের উন্নয়ন চাইলে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে।’

ঢাকানিউজ২৪.কম / এসপি

আরো পড়ুন

banner image
banner image