
ডেস্ক রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদ আলম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহমুদ আলম নিটল মটরসের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও বগুড়া জেলার আলী লেন গ্রামের মৃত আবেদ আলী ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ ঘাতক যানবাহনটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: