• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়েছেন যারা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়েছেন যারা
নির্বাচনে মনোনীত প্রার্থীরা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন নিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল মামুন সরকার, বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, নবীনগর বিটঘরের আবু কালাম আজাদ। 

সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে গতকাল পর্যন্ত মোট ৬১ জন মনোনয়ন নিয়েছেন। এরমধ্যে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলা) মনোনয়ন নিয়েছেন আনারকলি, বিউটি কানিজ, স্বপ্না বেগম ও মাহমুদা পারভীন, ২নং ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) রোমানা আক্তার, মোসাম্মৎ অরুণা আক্তার ইকরা, রুমানুল ফেরদৌসি, মারহুমা বেগম, কাজী শামিনা বেগম, মোছাম্মৎ নাজমুন্নাহার, সৈয়দা নাখলু আক্তার, ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) নূরুন্নাহার বেগম, সনি আক্তার সূচি, মাহমুদা আক্তার শিউলি, মোছেনা বেগম মনোনয়ন নিয়েছেন।

১ নম্বর সাধারণ ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) মনোনয়ন নিয়েছেন গোলাম ছামদানী, মোহাম্মদ ছাদেকুর রহমান, ২নং ওয়ার্ডে (সরাইল উপজেলা) পায়েল হোসেন মৃধা, আবদুল মালেক, মো. জাকির হোসেন, উত্তম কর্মকার, মো. বাবুল মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) আলহাজ মজিবুর রহমান সরকার, মো. মনিরুজ্জামান খান, মো. জাহাঙ্গীর মুন্সি, মো. কাউছার আলম, ৪ নম্বর ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, আমিনুল ইসলাম, মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, ছাদেকুর রহমান শরীফ, কেএম সুজন, মো. কাউছার মিয়া, মো. মিজানুর রহমান, মো. আজহারুল ইসলাম, তাজুল ইসলাম, মিনহাজ নবী খান, এ এম আকছির খান, সুধীর চন্দ্র ঘোষ, মো. জিয়া কারদার, ৫ নম্বর ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) বাবুল আক্তার, মো. তফসিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, ৬ নম্বর ওয়ার্ডে (আখাউড়া) সাইফুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ, মো. ইয়াছিন মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে (কসবা উপজেলা) মো. ওসমান গনি, এম মারুফ হাসান, মো. জহিরুল হক খান, মো. ইসমাইল, হেলাল উদ্দিন ও এম এ আজিজ, ৮ নম্বর ওয়ার্ডে (নবীনগর উপজেলা) বোরহান উদ্দিন আহমেদ, মো. মাহবুব রেজা, মো. নাছির উদ্দিন মনোনয়ন নিয়েছেন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ মনোনয়ন নেবেন আজ। ৯ নম্বর ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা) মনোনয়ন নিয়েছেন নূর মোহাম্মদ মোল্লা ও মিন্টু রঞ্জন সাহা।   

আগে ১৫ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন নারী সদস্য ছিলেন পরিষদে। এখন সাধারণ সদস্য হবেন ৯ জন এবং নারী সদস্য হবেন ৩ জন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

আগামী ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন। ভোটারের সংখ্যা ১৩৯৪। নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন ভোট হবে ইভিএমে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image