নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বরে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
এর পূর্বে পৌর শহরের লামগতি স্টেশন, বাইশমারা এলাকাস্থ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
নবীকে নিয়ে কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: