• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকান্ডে মৃত ৫


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৪ এএম
অগ্নিকান্ডে মৃত ৫
গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকান্ড

নিউজ ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান সনিয়া আক্তার (২৬)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেরানীগঞ্জের মান্দাইল এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে আজ ভোরে সোনিয়া আক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি ১ জন চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image