• ঢাকা
  • শনিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর ৩০তম মৃত্যুবার্ষিকী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১১ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৬ পিএম
দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী

নিউজ ডেস্ক: স্বাধীনতা পুরুষ্কারে ঘোষিত বরেণ্য মনীষী অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী ১৯২৯ সালের ৫ এপ্রিল কেন্দুয়া উপজেলা, নেত্রকোণা তথা তদানিন্তন ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তিনি ১১ অক্টোবর, ১৯৯১ সালে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ এই গুণী লেখক সাহিত্যিক ও প্রগতিশীল বুদ্ধিজীবির ৩০তম মৃত্যুবার্ষিকী।

তিনি বাংলা একাডেমির পরিচালক ও নাসিরাবাদ কলেজ ময়মনসিংহের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি অসংখ্য অনুবাদ গ্রন্থ ও সাহিত্য রচনা করে গেছেন।

এই দিবসটি উপলক্ষে পরিবার ও বাংলা একাডেমির পক্ষ থেকে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তা উল্লেখ করা হলো:

১১ অক্টোবর ২০২১ সোমবার, সকাল আটটায় অ্যাকুয়া দরবার শরীফ রোডস্থ বাসভবনে উপস্থিতি, দোয়া অনুষ্ঠান। সকাল ৯.০০ টায় মরহুমের কবরে শ্রদ্ধাজ্ঞাপন। 

বিকাল ৪.৩০ মিনিটে বাংলা একাডেমিতে রাষ্ঠীয় মর্যাদায় স্মরণ সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

গোলাম সামদানী কোরায়শী স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকলকে উক্ত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণসহ উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image