নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইমন (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ আগস্ট)সকাল পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতে সহকর্মী মোঃসাইফুল জানান,নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে ছাত্র অধিকার পরিষদে সমন্বয়ক
গত ৪আগস্ট বিকেলের টাঙ্গাইল মির্জাপুরে গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মোঃ ইমন গুলিবিদ্ধ হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রবিবার ( ১৮ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ১০ নম্বর বেডে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে মোঃ জুলহাস মিয়ার সন্তান। নিহত চার ভাইবোনের মধ্যে সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: