• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইসলামপুরে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০৫ পিএম
অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ
ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর, জামালপুর:  ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের জন্যই দেশে মানুষের খাবারের কোন অভাব নেই।  মানুষ যাতে খাবারের জন্য কোন কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ সহ চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী  জামালপুরের ইসলামপুর  পৌরসভা এলাকায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

ইসলামপুর পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল কাদের শেখসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যক্রমের আওতায় পৌরসভার ৪ হাজার ৬’শ ২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image