
নিউজ ডেস্ক: পুরানো নামে ফিরতে যাচ্ছে উত্তর প্রদেশের আলীগড় ও মৈনপুরি শহর। শহর দুটির জেলা পঞ্চায়েত এ সংক্রান্ত একটি প্রস্তাব গত মঙ্গলবার (১৭ আগস্ট) পাস করে। আলীগড়ের নাম হবে হরিগর। আর মৈনপুরির নাম হবে মায়ান নগর।
নাম পরিবর্তনের উদ্যোগকে নিন্দা ও বিরোধ জানিয়েছে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতারা। তবে শহর দুটির পঞ্চায়েতের দায়িত্বে আছে বিজেপি নেতারা। তাদের যুক্তি পুরানো নামে ফিরে যেতে কোনো সমস্যা থাকার কথা না। আগামী উত্তর প্রদেশ বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়ে গেলে পূর্বেকার নামে ফিরে যাবে শহর দুটি।
আলীগড় শহরটির নামকরণ করা হয়েছিল সাধু স্বামী হরিদাসের নামে। হরিগড় ছিল আসল ও পুরানো নাম। হরিগড় পালটিয়ে আলীগড় করা হয়েছিল। এখন আগের নামে ফিরে যাওয়া হচ্ছে। একই যুক্তি মৈনপুরি নিয়ে। মৈনপুরি শহরের পূর্ব নাম ছিল মায়ান ঋষির নামে। মায়ান নগর ছিল পুরানো নাম।
প্রসঙ্গত ভারতের উত্তর প্রদেশে বেশ কয়েকটি শহরের নাম পাল্টে ফেলা হয়েছে। যার মধ্যে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ, ফৈজাবাদের নাম হয়েছে অযোধ্যা, মুঘলসারির নাম হয়েছে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় নগর। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হলে এসব শহরের নাম পাল্টে ফেলে পূর্বেকার নামে ফিরিয়ে আনা হয়। সূত্র.টাইমস নাও।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: