
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এই অভিনেত্রী সেখান থেকেই আরেকটি দুঃসংবাদ জানালেন, তার একমাত্র ছেলে আইজানও করোনা আক্রান্ত।
রবিবার (২ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ভাইরাস ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।
গত বুধবার, ২৯শে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।
শাবনূর আরও লিখেছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: